



প্রতিষ্ঠানের ইতিহাস
পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমাধীন চৌহালী থানার অন্তর্গত ৪নং উমারপুর ইউনিয়নে চর পাচুরিয়া মৌজাটি অবস্থিত। চর পাচুরিয়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের মধ্যে জনাব জয়েন উদ্দীন সরকার অত্র গ্রামে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষে গ্রামের প্রধানদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সন্তেশ আলী মোল্যা। প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোকবুল মুন্সী, মোঃ কাশেম মোল্যা, মোঃ জামাল উদ্দীন মাষ্টার, মোঃ সমশের মোল্যা, মোঃ লোকমান মোল্যা, মোঃ আবুল কাশেম জোয়াদ্দার, মোঃ কোরমান আলী মোল্যা, মৌলভী নয়েন উদ্দীন, মোঃ লেদু মোল্যা ও মোঃ নাজির উদ্দীন মুন্সীসহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, চর পাচুরিয়া মৌজার নামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করিব। সেই অনুসারে বিদ্যালটির নাম দেওয়া হয় চর পাচুরিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১ম প্রতিষ্ঠা করা হয় ১৯৬৯ ইং সালে। বিদ্যালয়টি স্থাপনের প্রয়োজনীয় জমি দান করেন ঐ এলাকার ব্যক্তিগণ। বিদ্যালয়ের রিজার্ভ ফান্ডের টাকা দেন মোঃ কোরমান আলী মোল্যা এবং জেনারেল ফান্ডের টাকা দেন মোঃ লেদু মোল্যা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমীন। প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ আঃ বারিক, মোঃ আজমত হোসেন, মোঃ আজগার আলী, মোঃ আঃ ছাত্তার, মোঃ আঃ হাকিমএবং মোঃ সোহরাব আলী। ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ কোরমান আলী মোল্যা। বিদ্যালয়টি ০১/০১/১৯৭২ ইং তারিখ হইতে বোর্ড কর্তৃক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ০১/০১/১৯৭৪ ইং তারিখ হইতে ৯ম ও ১০ম শ্রেণি খোলার স্বীকৃতি পায়। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথমে শিক্ষক-কর্মচারীগণ সরকার কর্তৃক আর্থিক ভাতা পাইয়াছে। সর্বশেষ বিদ্যালয়টি ০১/০৬/১৯৮৫ ইং তারিখে এম.পি.ও ভুক্ত হয়। বিদ্যালটি ০১/০১/১৯৮৮ ইং তারিখ হইতে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে।
বিদ্যালয়টি স্থাপনের পর যমুনা নদীতে ১২ (বারো) বার ভাঙিয়া যায়। সর্বশেষ ২০২০ সালে বিদ্যালয়টি নদীতে ভাঙিয়া যায়। বর্তমানে বিদ্যালয়টি দত্তকান্দি মৌজায় উত্তোলন করা হইয়াছে। বিদ্যালয়টির লেখা-পড়ার গুণগত মান ভালো। বিগত বছর গুলোর জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
প্রতিষ্ঠানের বাণী
“চরের নন্তান, শিক্ষার আলো-জ্ঞানেই গড়বো উজ্জ্বল ভবিষ্যৎ। দুঃসাহস, দৃঢ়তা ও জ্ঞানে-আমরা এগিয়ে যাই। নদীর চরের নির্মলতা-শিক্ষায় গড়ি মানবতা। চরের সীমাবদ্ধতাকে জয় করে শিক্ষায় হোক আলোর যাত্রা। প্রকৃতির কাছে শিক্ষার মাঝে-উন্নতির পথে আমাদের পথচলা।”

প্রধান শিক্ষক
মো: নজরুল ইসলাম
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সম্মানিত জনগণ, যমুনা নদীর অপরূপ চরের বুকে অবস্থিত চর পাচুরিয়া উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়-এটি আমাদের স্বপ্ন, আশা ও এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক। নদীর ভাঙন-গড়ার মতো চ্যালেঞ্জ আমাদের জীবনে থাকলেও শিক্ষার মাধ্যমে আমরা সব বাধা অতিক্রম করার শক্তি অর্জন করি। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীর মাঝে সৎ, দায়িত্বশীল ও মানবিক চরিত্র গড়ে তোলা। সীমিত সুযোগের মধ্যেও আমরা সর্বচ্চো নিষ্ঠা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষাকে সামনে রেখে এগিয়ে চলেছি।
আমি বিশ্বাস করি- “চরের সন্তানরাই একদিন আলোকিত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।”
সকল শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান- নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাপূর্ণ জীবন ও মানবিক মূল্যবোধে নিজেকে সমৃদ্ধ করো। আর অভিভাবকদের প্রতি অনুরোধ-আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের শিক্ষার মান উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। আসুন সবাই মিলে চর পাচুরিয়া উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ ও সমৃদ্ধ শিক্ষাঙ্গনে পরিণত করি।
মাননীয় প্রধান উপদেষ্টা

ড. মোঃ ইউনুস
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহাপরিচালক

প্রফেসর বি. এম. আব্দুল হান্নান মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
মাননীয় সভাপতি
নাম
সভাপতি
বানী
গুরুত্বপূর্ণ লিঙ্ক
জরুরি হটলাইন